‘নির্ভয়া’ সম্মাননা পদক পেলেন নারীনেত্রী কোহিনূর আক্তার

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ডেইলি স্টার ও ইউএনডিপির যৌথ উদ্যোগে নারী দিবস উপলক্ষে ‘নির্ভয়া’ সম্মাননা পদক পেয়েছেন চট্টগ্রাম নগরীর ২৬নং ওয়ার্ডের মোল্লাপাড়ার বাসিন্দা কোহিনূর আক্তার। গত ৬ মার্চ ডেইলি স্টার অফিসের ক্যাফেটেরিয়া হলে এই সম্মাননা পদক ও সার্টিফিকেট দেয়া হয়। ইউএনডিপি ও ডেইলি স্টার প্রান্তিক পর্যায়ে যে সকল নেত্রী নীরবে কাজ করে যাচ্ছেন তাদের উৎসাহিত করার জন্য এবং বর্তমান জলবায়ু উষ্ণনায়নের প্রভাবে উপকূলীয় অঞ্চলের নারীদের উজ্জীবিত করার প্রয়াসে যুবাদের স্ব স্ব অবস্থান থেকে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। এ বছর সারাদেশ থেকে মোট ৫ জনকে নির্বাচিত করা হয়। অন্যদের মধ্যে বরগুনা থেকে হাশি বেগম, চাঁদপুর থেকে শাহিনূর আক্তার এবং শান্তানা খাসী রাঙামাটি থেকে এই সম্মাননায় ভূষিত হন। কোহিনূর আক্তার কমিউনিটি ভিত্তিক নগর দরিদ্র হ্রাসকরণে সিটি কর্পোরেশনের অধীনে নারীনেত্রী হিসাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি তিনি কোভিড-১৯ মহামারীর মানুষদেরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য সাহসিকতার সাথে সম্মুখসারি থেকে কাজ করেছেন। তিনি দরিদ্রবসতি এলাকায় হাত ধোয়ার স্থাপনা, সাবান বিতরণ, মাস্ক বিতরণ, উঠান বৈঠক ও টিকা গ্রহনের ক্ষেত্রে দরিদ্র মানুষকে সচেতনতামূলক কাজসহ দরিদ্র মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকশিন ফকিরের (রহ.) ওরশ ১৫ মার্চ
পরবর্তী নিবন্ধজাফরাবাদ ফাযিল মাদ্রাসার বার্ষিক সভা আজ