ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, অস্ত্রবিরতি বলবৎ থাকার পরেও বুধবার রাশিয়ার বিমান বাহিনী মারিউপলের একটি শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়ে ধ্বংসস্তুপে রোগীদের কবর রচনা করেছে। খবর বিডিনিউজের।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে দুই পক্ষের মধ্যে যে অস্ত্রবিরতির সমঝোতা হয়েছিল, তা রাশিয়া লঙ্ঘন করেছে বলে দাবি করেছে ইউক্রেন। কিইভের দাবি, মাউপলের শিশু হাসপাতালে রুশ বিমানের বোমা বর্ষণে নারী ও শিশুরা হতাহত হয়েছে। মারিউপল নগর পরিষদ জানিয়েছে, হাসপাতালে কয়েকবার হামলা চালানো হয়। এ ঘটনাকে ‘নিরাপরাধ নাগরিকদের জীবননাশের জন্য সামরিক শক্তির একটি পাশবিক ব্যবহার’ আখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ বাহিনী কোন বেসামরিক স্থাপনার ওপর হামলা করছে না। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, তিন-তলা একটি হাসপাতাল ভবনের বিভিন্ন জানালায় গর্ত হয়ে আছে। ঘটনাস্থলে একটি বড় ধ্বংসসূ্তুপ দেখা গেছে।