ইতালি উপকূলে ‘রহস্যময়’ প্রমোদতরির মালিক কি পুতিন?

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ইউক্রেনে সামরিক আগ্রাসনের অনুমতি দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে শিরোনামে রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন। এবার পুতিনকে ঘিরে ইতালির উপকূলে থাকা একটি প্রমোদতরি বা ‘সুপার ইয়ট’ নিয়ে গুঞ্জন উঠেছে। খবর বাংলানিউজের।
দৈর্ঘ্যে দুনিয়ার সেরা ও বড় প্রমোদতরির প্রায় সমান। দাম কমপক্ষে ৭০ কোটি ডলার। আর ইতালির উপকূলের জাহাজকর্মীদের ফিসফাসে কান পাতলে শোনা যায়, এটির মালিক স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন।
গত এক বছরের কিছু বেশি সময় ধরে এই প্রমোদতরিটি ইতালির মারিনা ডি কারারা উপকূলে রয়েছে। মেরামতির কাজ চলছে। কিন্তু যারা সেই কাজ করছেন, তারা খুব অবাক হয়েছেন প্রমোদতরিটির মাত্রা ছাড়া গোপনীয়তায়। ইতালির উপকূলে মেরামতির কাজে প্রায়ই বহু জাহাজ, প্রমোদতরি আসে। তবে শেহেরজাদেই একমাত্র, যাকে সাধারণের নজর থেকে আড়ালে রাখতে টানা হয়েছে ধাতব পর্দা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৭.৯৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধভারতের উত্তর প্রদেশে ফের ক্ষমতায় বিজেপি