মাসে লাখ লাখ টাকা আয় সেই ছোট্ট ঈশানের

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

১৫ বছর আগের কথা। বক্স অফিসে সুপার হিট সিনেমা ‘তারে জামিন পার’। সিনেমার সেই ছোট্ট ঈশানের কথা মনে আছে? আর থাকবেই বা না কেন! মূল অভিনেতা বলে কথা। তবে এখন সেই ঈশানকে দেখলে অনেকেই চিনতে পারবেন না। কারণ গত ৯ মার্চ সে ২৫-এ পা দিয়েছে। তার আসল নাম দার্শিল সাফারি। ক্যারিয়ারের প্রথম সিনেমা সুপার হিট হওয়ার পর নতুন সিনেমা, স্বল্পদৈর্ঘ্য ও সিরিজে কাজ করলেও সেভাবে আলোচনায় আসতে পারেননি দার্শিল। তিনি হাল ছাড়েননি। পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন। পড়াশোনার পাশাপাশি অভিনয় করেই জমিয়েছেন ৭০ লাখ টাকা। সিনেমা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্যান্ডের স্পন্সর থেকে এই অর্থ পান তিনি। হিসেব করে দেখা গেছে গড়ে তার মাসিক আয় দুই লাখের বেশি। সমপ্রতি তিনি একটি নতুন গাড়িও কিনেছেন। নতুন করে তার অভিনীত কোন চরিত্র আলোচনায় না এলেও ক্যারিয়ারের প্রথম সিনেমা এখনো তাকে উজ্জ্বল করে রেখেছে। এই অভিনেতার চোখের কারণে এখনো কেউ কেউ তাকে ঈশান নামে ডাকেন।

পূর্ববর্তী নিবন্ধশুরু হল ‘সেলফি’র শুটিং
পরবর্তী নিবন্ধমন্দিরার স্বপ্নপূরণ