আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাঙ্গুনিয়া থেকে আমাকে এমপি নির্বাচিত করার পর থেকে দলমত নির্বিশেষে সবার উপকার করার চেষ্টা করেছি। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। কে কোন দলের কিংবা কোন মতের তা কখনো দেখিনি। যিনি আমাকে ভোট দিয়েছেন তার জন্য যেমন কাজ করেছি, যিনি দেননি তার জন্যও করেছি। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়নের লোকমান চেয়ারম্যান মাঠে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ড. হাছান মাহমুদ রাজাকারপুত্র সাকা চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে শুধু রাঙ্গুনিয়া নয়, পুরো চট্টগ্রামকে কলঙ্কমুক্ত করেছেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু। সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার।
বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, জেলা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চিশতী, নজরুল ইসলাম তালুকদার, ইফতেখার হোসেন বাবুল, মুহাম্মদ আলী শাহ, আকতার হোসেন খাঁন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।