করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩২৭ জন, গত একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ওই ৩২৭ জন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯১ শতাংশ।
বুধবার নয় সপ্তাহ পর নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমে আসে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এই সময়ে সেরে উঠেছেন দুই হাজার ৪৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৫৫ হাজার ২৫৪ জন সুস্থ হয়ে উঠলেন।
মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩৩ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ২৬১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭৯ শতাংশের বেশি। যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের সবাই পুরুষ। তাদের মধ্যে দুইজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। বাকি একজনের বাড়ি খুলনা বিভাগে।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬০ লাখ ২৩ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৪৫ কোটি ১৭ লাখের বেশি।