৯ আসামিকে দুদিন করে রিমান্ড

ইউপি চেয়ারম্যানের বসতঘরে গুলি

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসেনের বসতঘরে গুলি ছোড়ার ঘটনায় কারাগারে থাকা ৯ আসামিকে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খানের আদালত এ রায় দেন। এর আগে গত রোববার এসব আসামি আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জানা যায়, খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ জসীম উদ্দিন ও তার কর্মী-সমর্থকরা গত ২৭ জানুয়ারি মিছিল নিয়ে যাওয়ার সময় প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. আকতার হোসেনের বসতঘরে গুলি ছুঁড়ে। পরে স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে সেখান থেকে চলে আসার সময় তারা ভোর বাজার এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করে ও পুনরায় গুলি ছুঁড়ে।
এ ঘটনায় ২৯ জানুয়ারি চেয়ারম্যান মো. আকতার হোসেন বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। গত রোববার এ মামলার আসামি খাগরিয়া ইউনিয়নের চর খাগরিয়া ভুজার পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র মো. নাছির উদ্দিন প্রকাশ ডাকাত নাছির (৩৬), পূর্ব রসুলপুর এলাকার মৃত দুলা মিয়ার পুত্র মো. আইয়ুব (৪৫), মাহাজন পাড়ার মৃত কবির আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩৫), নতুন চর খাগরিয়ার মৃত সুলতান আহমদের পুত্র কালা মিয়া (৪০), মজিদের পাড়ার মৃত ছিদ্দিক আহমদ প্রকাশ কাদেরের পুত্র মো. নাছির উদ্দিন (৩৪), একই এলাকার আবদুল মোতালেবের পুত্র মো. ইউসুফ (২৫), মাওলানা মফিজুর রহমানের পুত্র মো. জোবাইর (২৮), মৃত কবির আহমদের পুত্র মাহাবুবুর রহমান (৪২) ও খাগরিয়া পশ্চিম পাড়ার আবদুল গফুরের পুত্র নাছির উদ্দিন (৩০) আদালতে আত্মসমর্পন করলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, কারাগারে থাকা নয় আসামির প্রত্যেককে দুদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসমাবেশ শেষে যুবদল নেতাকর্মীদের পুলিশের ধাওয়া
পরবর্তী নিবন্ধদেশের মানুষ কঠিন সময় পার করছে : খসরু