ফটিকছড়িতে পুকুরে ডুবে জান্নাতুন নেছা (২) ও মীম (৩) নামের একই পরিবারের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন নেছা ও মীম ওই এলাকার একই পরিবারের ওমর ফারুক ও নজরুল ইসলামের মেয়ে। তারা দু’জনই সম্পর্কে চাচাতো বোন।
জানা যায়, সকালে খেলতে গিয়ে দুই বোন হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে।












