পটিয়ায় ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, আহত দুই

মহাসড়কে ৪ কিলোমিটার দীর্ঘ যানজট

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ মার্চ, ২০২২ at ৭:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দীর্ঘ ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টা থেকে রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ যানজট ছিল। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহ্‌গদি মার্কেট এলাকা থেকে পৌরসদরের মুন্সেফ বাজার পর্যন্ত ও পটিয়া বাইপাস সড়কের ভাটিখাইন মোড় পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটারের অধিক যানজটের ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।
হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির ওসি মোজাফফর হোসেন জানান, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের থেমে থেমে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধআকতার-বাচ্চু-বিলু প্যানেল এগিয়ে