হাটহাজারীতে ফসলি জমির মাটি বহনের দায়ে জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ফসলি জমির মাটি বহন করার দায়ে একটি মিনি ট্রাককে গতকাল মঙ্গলবার ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন। গত সোমবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়ন এলাকা থেকে মাটি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, সোমবার দিবাগত রাতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে একটি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত ট্রাকটির মালিক আবু বক্করকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মঙ্গলবার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া কৃষি ও ফসলি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচা বোর্ডের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধদেশ আজ উন্নয়নশীল বিশ্বের কাতারে