ব্ল্যাক বেরি বয়েজ ক্লাব আয়োজিত মরহুম মীর আহম্মদ স্মৃতি দিবা রাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট বাংলা বাজার স্ট্যান্ড রোড মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ নওশেদ সারোয়ার পিল্টু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান এস. এম. মোরশেদ হোসেন, চট্টগ্রাম ডায়াবেটিকস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সমাজ সেবক আমির আহমেদ মুন্সি, মোঃ আব্দুল হক, মোঃ আব্দুল শুক্কুর, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মামুন জামসেদ, মরহুম মীর আহম্মদ স্মৃতি দিবা রাত্রি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোহাম্মদ এরশাদ, ওয়াসিম, রিপন, জোনায়েদ, মুন্না, মিসকাত, মিনহাজ, সৈইকত, মান্না, সকল ব্ল্যাক বেরি বয়েজ ক্লাবের নেতৃবৃন্দ।