আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজস্ব খাতে কর্মরত ৮ নারী কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দিয়েছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম দপ্তর। গতকাল দুপুরে ‘রাজস্ব আহরণে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শেষে মাঠ পর্যায়ে রাজস্ব আদায়ে দায়িত্বশীল কাজে নারীদের অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা দেয়া হয়। রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার ফাতেমা খায়রুন নুর, অনুরূপা দেব, রাজস্ব কর্মকর্তা অনামিকা মিত্র, সহকারী রাজস্ব কর্মকর্তা রওনক জাহান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিয়াসমিন আক্তার, অতসী দে, টেলিফোন অপারেটর প্রিয়াংকা চৌধুরী এবং সিপাহী তানজিনা জান্নাত আইভিকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ কমিশনার ফাতেমা খায়রুন নূর। তিনি বলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম দপ্তরের ৩৭৩ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৫৪ জন নারী। তারা পুরুষ সহকার্মীদের সাথে তাল মিলিয়ে ভ্যাট আদায়ে ব্যাপক অবদান রাখছেন। বর্তমান কমিশনারের নেতৃত্বে এ দপ্তরে একটি নারী বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এই নারীদের বিশেষ অবদানের কারণেই রাজস্ব আদায়ে প্রতিবছরই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সব অগ্রগতি ও উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করছে। সারাবিশ্বে আজ তাই নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গেছে। নারীদের কাজের মূল্যায়নের সাথে তাল মিলিয়ে নারীর স্বীকৃতিও বাড়ছে। রাজস্ব আদায়ের মত ঝুঁকিপূর্ণ কাজে পুরুষের পাশাপাশি নারীদের স্বতঃস্ফুর্ত ও সফল অংশগ্রহণ বরাবরের মতই অব্যাহত থাকুক তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।











