পাহাড়তলীতে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় আরও ৭ জন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী এলাকার ঝর্ণা পাড়ায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরো সাতজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হচ্ছেন জনি প্রকাশ মধু (২৩), মো. মহিদুল ইসলাম (৩৭), মো. জুয়েল (২২), বিজয় কুমার (২০), মো. পারভেজ (১৯), মো. মিনহাজ (১৯), মো. সোহাগ (২১)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডবলমুরিং থানা পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জনি প্রকাশ মধু ও বিজয়ের স্বীকারোক্তির ভিত্তিতে আমবাগান রেলওয়ে কলোনির পলাতক আসামি আলমগীর ও তার বোন তানিয়ার বাসায় লুকানো অবস্থায় ১ কেজি গাঁজা, দুইটি কিরিচ, দুইটি চাপাতি, একটি লোহা কাটার করাত ও একটি তালা ভাঙার কোরাবারি উদ্ধার করা হয়েছে। আলমগীর ও তার বোন মাসে ১৫ দিন করে ভাগ করে এলাকায় মাদক ব্যবসা করে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত ১ মার্চ রাত ৯টার দিকে রেলস্টেশন সংলগ্ন ঝর্ণাপাড়ায় দোকানে ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। মাদক ব্যবসা নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদে চসিকের জায়গা উদ্ধার
পরবর্তী নিবন্ধরোটারি নারীর ক্ষমতায়নে কাজ করতে চায়