চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২০.৭১ কোটি টাকা। ১২,৪৭৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৫.৯৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৫৫.৩৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৯৮৯.১২ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ২৮.০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪০৮.৬৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ২৪.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৮৩.০৬ পয়েন্টে । সিএসইএসমেঙ ইনডেঙ ২১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৬.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৪,১২৪.৩৫ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪৭৮.৯২ কোটি টাকায় । সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯ টির, কমেছে ২৫৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির ।
প্রেস বিজ্ঞপ্তি।