ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে তোলা নিন্দা প্রস্তাবে পাকিস্তানের সমর্থন চেয়েছিলেন পশ্চিমা রাষ্ট্রদূতরা। অনুরোধ জানিয়ে তারা একটি চিঠিও প্রকাশ করেছিলেন। আর তাতেই দারুণ চটেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর বিডিনিউজের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানে ২২টি কূটনৈতিক মিশনের প্রধানরা (যাদের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশও আছে) গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করেন। ওই চিঠিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তোলা নিন্দা প্রস্তাবে (২ মার্চ ওই প্রস্তাব তোলা হয়) পাকিস্তানকে সমর্থন জানানোর অনুরোধ করা হয়।
এ ধরনের চিঠি জনসম্মুখে প্রকাশের ঘটনা খুব একটা দেখা যায় না। চিঠিটির বিষয়ে রোববার ইমরান খানকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, আপনারা আমাদের কী ভাবেন? আমরা কী আপনাদের দাস…আপনারা যাই বলবেন, আমরা সেটাই করব?
জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার বিরুদ্ধে ওঠা ওই নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল পাকিস্তান। ইমরান ক্ষোভের সঙ্গে আরও বলেন, আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই: আপনারা কী ভারত সরকারকে এ ধরনের চিঠি দিয়েছেন?
উল্লেখ্য, ভারতও জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভোটদানে বিরত ছিল।
ইমরান খান আরও বলেন, আফগানিস্তানে পাশ্চিমা নেটো জোটকে সমর্থন দেওয়ার কারণে পাকিস্তানকে ভুগতে হয়েছে। কৃতজ্ঞতার পরিবর্তে আমাদের সমালোচিত হতে হয়েছে।
তিনি বলেন, আমরা রাশিয়ার মিত্র, আমরা আমেরিকারও মিত্র, আমাদের সঙ্গে চীন এবং ইউরোপেরও মিত্রতা রয়েছে। আমরা কারও দলে নই। পাকিস্তান সবসময় নিরপেক্ষ থাকবে এবং যারা ইউক্রেন যুদ্ধ অবসানের চেষ্টা করছেন তাদের সঙ্গে কাজ করে যাবে।