চার শহরে যুদ্ধবিরতির ডাক রাশিয়ার

ইউক্রেন বলল নাটক ।। নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৭:২৯ পূর্বাহ্ণ

মানবিক করিডর তৈরি করে দিতে ইউক্রেনের একাধিক শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার। এই নিয়ে তৃতীয়বার। যদিও ইউক্রেন বলছে, এ সবই রাশিয়ার নাটক। কারণ এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করেও রুশ সেনা আক্রমণ চালিয়েছে কিভসহ বহু শহরে। প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট করেছে রাশিয়া। অন্যদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে সংকটে পড়েছেন পশ্চিমাদের নেতৃত্ব দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আর গ্যাস নিয়ে শুরু হয়েছে তাদের মাথাব্যথা।
গতকাল খারকিভ, মারিপুল এবং সুমি শহরে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড়েঁর অনুরোধেই এই সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। দিন দুয়েক আগে মাকড়েঁর সঙ্গে ফোনে কথা হয় পুতিনের। মনে করা হচ্ছে, তার জেরেই এই সিদ্ধান্ত। যদিও একে আমল দিতে নারাজ ইউক্রেন প্রেসিডেন্ট জেলনস্কি। তাদের অভিযোগ, এর আগে দুবার ইউক্রেনের মারিউপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। কিন্তু প্রতিবারই সেই বিরতি ভেঙে হামলা চালিয়েছে রাশিয়া।
আন্তর্জাতিক আদালতের শুনানি বয়কট রাশিয়ার : বিডিনিউজের খবর থেকে জানা যায়, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে (আইসিজে) ইউক্রেনের করা মামলার শুনানি বয়কট করেছে রাশিয়া। রাশিয়ার আইনি প্রতিনিধিত্ব ছাড়াই গতকাল জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলার শুনানি হয়। ইউক্রেনের প্রতিনিধি আন্তন কোরিনেভিচ বলেছেন, রাশিয়া এই আইনের আদালতে নেই। তারা আমার দেশের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে আগ্রাসী যুদ্ধ চালাচ্ছে। তিনি রাশিয়াকে অস্ত্র জমা দেওয়া এবং প্রমাণ উপস্থাপন করার আহ্বান জানান। ওদিকে, শুনানিতে রাশিয়া অনুপস্থিত থাকায় আদালত দুঃখ প্রকাশ করেছে।
রুশ নিষেধাজ্ঞা দিয়ে বেকায়দায় যুক্তরাষ্ট্র : ইউক্রেনে আগ্রাসন শুরু করায় রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমারা। এই নিষেধাজ্ঞা মূলত সরাসরি যুদ্ধ এড়িয়ে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করার একটি কৌশল। আর সে কারণেই পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে ‘যুদ্ধের শামিল’ বলে নিজের পক্ষে সাফাই গেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে সংকটে পড়েছেন পশ্চিমাদের নেতৃত্ব দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেল আর গ্যাস নিয়ে শুরু হয়েছে তাদের মাথাব্যথা।
এরই মধ্যে এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উঠেছে জ্বালানি তেলের দাম। গতকাল অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে ব্যারেল প্রতি ১৩৯ ডলার ছুঁয়েছে। পরে প্রতি ব্যারেলে তেলের বাড়তি এ দাম গিয়ে স্থির হয়েছে ১৩০ ডলারে।
ইউক্রেন অভিনেতা-মেয়র নিহত : বাংলানিউজের খবর থেকে জানা যায়, রাশিয়ার চলমান আগ্রাসনের মধ্যে গুলিতে নিহত হয়েছেন ইউক্রেনের অভিনেতা ও স্থানীয় মেয়র। গতকাল ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিহত দুজন হলেন ইউক্রেনের রাজধানী কিয়েভের হোস্তোমেল শহরের মেয়র ইউরি ইলিচ প্রিলিপকো (৬১) এবং চলচ্চিত্র তারকা পাশা লি (৩৩)। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনীয়দের সমর্থন দিয়ে প্রশংসিত হয়েছিলেন তারা।

পূর্ববর্তী নিবন্ধসাত বছর বয়সে শোনা ‘ভাইয়েরা আমার’ এখনো কানে বাজে
পরবর্তী নিবন্ধশিশু ধর্ষণ মামলায় আদালতে বাদীর নারাজি গ্রহণ