বাঁশখালী বৈলছড়ি এলাকা থেকে পাওনা টাকার জন্য পূর্ব বৈলছড়ি গ্রামের আব্দুর রশিদের তিন বছর বয়সী শিশু সন্তান মো. সায়েদ (৩)কে অপহরণের ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময় অপহৃত শিশুর পরিবার বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তফিল উদ্দিন কাছে বিষয়টি জানালে তিনি থানাকে অবিহিত করেন।
পরে থানা পুলিশ রবিবার দিবাগত রাতে চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতিয়া খালের পাড় হতে অপহৃত শিশু সন্তানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ঘটনার সাথে জড়িত বাঁশখালীর কাহারঘোনার জয়নাল আহমদের ছেলে জাকের (৩৫) ও মৃত সিরাজ মিয়ার ছেলে ওমর আলী (৩২) কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ঘটনাটি করুন। টাকার জন্য এত ছোট শিশুকে অপহরণ করা হয়েছে। আমরা ১০ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করতে পেরেছি।












