চমেকের সাবেক অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলামের ইন্তেকাল

| সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক, প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলাম গতকাল রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে…রাজেউন)। অধ্যাপক ডা. এএফএম আমিনুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বাংলাদেশের বিভিন্ন কলেজে দীর্ঘদিন অধ্যাপনার পর ৮০ দশকের মাঝামাঝি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অবসরে যান। তিনি মেডিকেল ছাত্রদের কাছে একজন কিংবদন্তীতুল্য শিক্ষক ছিলেন। বাংলাদেশের মেডিকেল শিক্ষার মান উন্নয়ন এবং সমসাময়িক স্বাস্থ্যসেবার আধুনিকায়নে মরহুমের অবদান সর্বজনস্বীকৃত। তিনি বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদেও অধিষ্ঠিত ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ কন্যা, ১ পুত্র, নাতী-নাতনী এবং দেশজুড়ে অসংখ্য ছাত্রছাত্রী শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার সকাল সাাড়ে ৯ টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে এবং ২য় নামাজে জানাজা বাদ যোহর মীর্জাখীল কুতুব পাড়া মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এই চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার মোহাম্মদ আবদুস সালাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধাদের অবদান সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির চর্চা করতে হবে
পরবর্তী নিবন্ধহাটহাজারী মাদ্রাসায় ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ