মার্চ মাস আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হিসেবে চিহ্নিত হয়ে আছে। মার্চ মাস হচ্ছে স্বাধীনতার মাস ১৯৭১ সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক দেন। সে ধারাবাহিকতায় ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে বাঙালি জাতির দীর্ঘদিনের স্বপ্ন পশ্চিম পাকিস্তানের শাসন শোষণ নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি লাভের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে মুক্ত করার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার প্রথম পদক্ষেপ আমরা দেখতে পাই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে। ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম/ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। ১০ লক্ষ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সামনে দাঁড়িয়ে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবলীলায় সাবলীলভাবে কাব্যিক ভাষায় ১৮ মিনিট ভাষণ দেন। সে ভাষণের প্রতিটি শব্দ বঙ্গবন্ধুর হৃদয়ের পূর্ণতম বিশ্বাসের অনুভূতি থেকে উচ্চারিত। সেজন্য সে ভাষণটি হয়ে উঠে কালজয়ী। বিশ্বের সেরা কয়েকটি ভাষণের মধ্যে অন্যতম সেরা ভাষণ। লেখক: শিক্ষক ও প্রাবন্ধিক