‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগানে রূপান্তরিত। সামাজিক যোগাযোগমাধ্যমে যে অবস্থা মনে হচ্ছে; জয় বাংলা কোনো রাজনৈতিক দলের নিজস্ব সম্পত্তি নয়। ‘জয় বাংলা’ আমাদের স্বাধীনতা সংগ্রামের অনন্য প্রতীক যা আমাদের ইতিহাস ঐতিহ্যে ও রক্তে মিশে আছে। ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান প্রজ্ঞাপন জারি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে হাস্যকর মন্তব্য এতে করে বাংলাকে জয় করার জন্য রক্ত দেওয়া বীর মুক্তিযুদ্ধে সম্মানে আঘাত হচ্ছে কি না? তা ভাবার বিষয়ও বটে।
জয় বাংলা জাতীয় স্লোগানে রূপান্তরিত হওয়া দেশবাসীর গৌরবের, আত্মাসম্মানবোধের এবং মুক্তিযুদ্ধাদের আত্মার অন্যতম প্রশান্তির। যারা এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যকর রিয়েক্ট বা অযাচিত মন্তব্য করেন, তাদের প্রতি অনুরোধ কোনো কিছু নিয়ে মন্তব্য করার আগে ভেবে দেখুন আপনার, আমার, সমাজ বা রাষ্ট্রে এর বিরূপ প্রভাব পড়েছে কি না?.. ‘জয় বাংলা’ স্লোগান গৌরবের, অর্জনের, সংগ্রামের, আত্মসম্মানবোধের। লেখক: সংগঠক