উপজেলা হাসপাতালগুলো পেল নতুন ১৪১ চিকিৎসক

২৮ ফেব্রুয়ারি কর্মস্থলে যুক্ত হয়েছেন তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

বিশেষ (৪২-তম) বিসিএসের মাধ্যমে সমপ্রতি প্রায় ৪ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগকৃত এসব চিকিৎসকদের গত ২৩ ফেব্রুয়ারি সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে পদায়ন করা হয়েছে। এই নিয়োগের আওতায় প্রায় দেড়শ (১৪১ জন) নতুন চিকিৎসক পেয়েছে চট্টগ্রাম জেলাধীন ১৫ উপজেলা হাসপাতাল। এরইমধ্যে গত ২৮ ফেব্রুয়ারি পদায়নকৃত এসব চিকিৎসক নতুন কর্মস্থলে যোগদানও করেছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে চন্দনাইশ উপজেলায় যুক্ত হয়েছেন ১৬ জন। হাটহাজারী, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও রাউজান উপজেলায় যুক্ত হয়েছেন ১১ জন করে। আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় যোগ দিয়েছেন ১০ জন করে। ৮ জন করে নতুন চিকিৎসক যোগ দিয়েছেন পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলায়। লোহাগাড়া ও কর্ণফুলি উপজেলায় যোগ দিয়েছেন ৭ জন করে। এর বাইরে বাকি ৩১ জন যোগ দিয়েছেন ৪ উপজেলায়। যোগদানের পর নতুন চিকিৎসকরা কর্মস্থলে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছেন জানিয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, উপজেলা হাসপাতালগুলোতে সবসময়ই চিকিৎসক সংকট থাকে। এই নিয়োগের আওতায় উপজেলাগুলোতে ৭ থেকে ১৬ জন পর্যন্ত নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার এসব হাসপাতালে চিকিৎসক সংকট অনেকটা কাটবে এবং চিকিৎসা সেবার পরিসরও বাড়বে বলে আমরা আশা করছি।
এদিকে, মেডিকেল অফিসার বা সহকারী সার্জনের সংকট কমলেও উপজেলা হাসপাতালগুলোতে কনসালটেন্ট সংকট রয়ে গেছে বলে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধঅজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমহিবুল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা আরসা ওলামা কাউন্সিল প্রধান জকোরিয়া গ্রেপ্তার