যুদ্ধ চলবে কতদিন

পুতিনের দুই শর্ত ।। ছয় দফা পরিকল্পনা জনসনের

আজাদী ডেস্ক | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযান শুরু গত ২৪ ফেব্রুয়ারি। গতকাল রোববার ১১তম দিনে যুদ্ধ গড়িয়েছে। এতে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্তত ১৫ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে। এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকবে, তা কেউ বলতে পারছে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বছর না হলেও অন্তত কয়েক মাস ধরে চলবে। এদিকে যুদ্ধ থামাতে ‘দুটি শর্ত’ জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান তিনি। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার ‘ভয়াবহ’ আগ্রাসন ব্যর্থ করতে ছয় দফা পরিকল্পনার কথা বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে ব্যর্থ হন, সেজন্য ববন্ধু দেশগুলোর কৌশলগত মনোভাব দেখানো উচিত। কেননা যুদ্ধের ঘনঘটার মধ্যে সামনে কী ঘটতে যাচ্ছে তা অনুমান করা সত্যিই কঠিন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের নানা খবর, কূটনৈতিক দৌড়ঝাঁপ, হতাহতদের স্বজনদের বিলাপ আর বাস্তচ্যুতদের দুর্ভোগ এগুলোর মধ্যে মানসিকভাবে দিশেহারা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। বিশ্লেষকরা বুঝে ওঠার চেষ্টা করছেন, আগামী দিনগুলোতে ইউক্রেনের এই সংঘাত ঠিক কোন দিকে যেতে পারে।
পুতিনের দুই শর্ত : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথম থেকেই যুদ্ধবিরতির আহ্বান জানালেও রাশিয়া এতে সাড়া দেয়নি। দুই দফা শান্তি আলোচনা হলেও তেমন আশানুরূপ ফল পায়নি কিয়েভ। এই যুদ্ধ থামাতে গতকাল ‘দুটি শর্ত’ জুড়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের সঙ্গে ফোনালাপে এ কথা জানান তিনি।
ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, মস্কোর দাবি মেনে নিলে এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করলেই কেবল রাশিয়া পিছু হটতে পারে। এছাড়া এই যুদ্ধ থামবে না। এরদোগানকে ফোনে এমনটাই জানিয়েছেন পুতিন।
জনসনের ছয় দফা পরিকল্পনা : নিউ ইয়র্ক টাইমসে এক কলামে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসন লেখেন, ভবিষ্যতের ইতিহাসবিদরা নন বরং ইউক্রেনের জনগণ আমাদের বিচার করবেন। রাশিয়াকে রুখতে তিনি ছয় দফা পরিকল্পনার কথাও বলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত আরও শক্তিশালী করা।
রাশিয়াকে রুখতে জনসন নানা পরিকল্পনার কথা বলছেন বটে। কিন্তু ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে তার আরও দ্রুত নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল বলে তিনি সমালোচিতও হচ্ছেন।
রাশিয়া স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে : রাশিয়া স্কুল, হাসপাতাল, নার্সারিসহ বেসামরিক নিশানাগুলোতে হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলা স্টেফানিশনা। বিবিসিকে তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনীর কাছ থেকে কঠোর প্রতিরোধের মুখে পড়ার পর রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর ‘ব্যাপকমাত্রায় অভিযান’ শুরু করেছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে আকাশ এবং ভূমি থেকে হামলা চালানোর সঙ্গে সঙ্গে ‘সন্ত্রাসী পরিকল্পনা’ থাকারও অভিযোগ করেন।
বিবিসির টিভি সানডে মর্নিং প্রোগ্রামে ওলা স্টেফানিশনা অভিযোগ করে বলেন, রাশিয়া তাদের সমর কৌশলে সুনির্দিষ্টভাবে ইউক্রেনের শহরগুলোকে নিশানা করেছে। হাসপাতাল, কিন্ডারগার্টেন ভবন, স্কুল এমনকি সাধারণ মানুষের বাড়িঘরের ওপরও তারা গোলা বর্ষণ করছে, এটাই বাস্তবতা।
১১ হাজারের বেশি রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের : এ পর্যন্ত ১১ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। গতকাল ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে। একদিন আগেই ইউক্রেন রুশ বাহিনীর দশ হাজারের বেশি সদস্য হতাহতের দাবি করেছিল। তবে ইউক্রেনীয় সেনা হতাহতের সংখ্যা জানায়নি। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা গতকাল বলেছেন, রাশিয়া বাহিনী ইউক্রেনের জনবহুল এলাকাগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে। তবে ইউক্রেনের প্রতিরোধের ফলে তাদের অগ্রযাত্রা কিছুটা ধীর হয়ে গেছে।
ইসরায়েল-তুরস্কের কূটনৈতিক তৎপরতা : ইউক্রেন সংকটে মধ্যস্থতা করার চেষ্টায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিনবার কথা বলার পর শনিবার এক অনির্ধারিত সফরে রাশিয়ায় গেছেন। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৩ ঘণ্টা বৈঠক করেছেন তিনি। অন্যদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানও গতকাল রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন। বিবিসি জানায়, তুরস্ক ইতোমধ্যেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার স্বাগতিক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৭ মার্চের ভাষণে জাতির সাংস্কৃতিক পরিচয়ও প্রকাশ পায়
পরবর্তী নিবন্ধচলছে শুধু স্পাইস জেট ভাড়া লাগামহীন