আলোচিত মাহমুদা খানম মিতু খুনে পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনে দাখিলকৃত নারাজি পিটিশন গ্রহণ করেননি আদালত। গতকাল রোববার অতিরিক্ত মহানগর হাকিম আবদুল হালিম এ সংক্রান্ত শুনানি শেষে এ আদেশ দেন। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতুর বাবা মোশাররফ হোসেনের দাখিল করা নারাজি পিটিশন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এরই ধারাবাহিকতায় শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত উক্ত নারাজি পিটিশন গ্রহণ না করে পিবিআইয়ের দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করেন।
গত ২২ ফেব্রুয়ারি পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি পিটিশনটি দাখিল করা হয়। এর আগে ২৫ জানুয়ারি মিতুর বাবা মোশাররফ হোসেনের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। সেখানে থাকা তথ্য উপাত্তসমূহ মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের মামলায় একীভূত করতে আবেদন জানানো হয়। তারও আগে গত ৯ জানুয়ারি মিতুর বাবার করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাবুলকে তার নিজের করা মামলাতেও গ্রেপ্তার দেখাতে আদেশ দেন আদালত। গত বছরের ৩০ ডিসেম্বর আদালতের কাছে এ সংক্রান্ত আবেদনটি করে মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।
২০১৬ সালের ৫ জুন সকালে পাঁচলাইশ থানাধীন ওআর নিজাম পরাডে পছলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।