সম্প্রতি বাঁশখালীতে দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর মামলায় বাঁশখালী বিএনপির একাংশের সভাপতি বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল সহ তিন বিএনপি নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। অন্যরা হলেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার।
তারা সম্প্রতি বাঁশখালীতে দুর্গাপূজা মণ্ডপ ভাঙচুর মামলায় জামিনের জন্য আজ রবিবার চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জেল হাজতে পাঠায় বলে জানা যায়।
এদিকে, বাঁশখালী উপজেলা বিএনপির পূর্বের কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী মো. ইব্রাহিম খলিল বর্তমানে বাঁশখালীর দুটি কমিটির মধ্যে একাংশের সভাপতির দায়িত্ব পালন করছেন।
বাঁশখালীর বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এ ব্যাপারে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা, ষড়যন্ত্র, সাজানো ও হয়রানিমূলক মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হচ্ছে।
এজন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে বন্দীদের মুক্তির জোর দাবি জানান তারা।