ক্যাচ মিসে হতাশ কোচ ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই সিরিজেই সুযোগ ছিল আফগানদের ধবল ধোলাইয়ের; কিন্তু উভয় ক্ষেত্রেই হোয়াইটওয়াশের ম্যাচে গিয়ে আর পারলো না বাংলাদেশ। গতকাল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচেও সে ব্যর্থতার পুনরাবৃত্তি। শ্রী-হীন ব্যাটিং, ক্যাচ মিসের মহড়া দিয়ে আফগানদের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হলো। কোচ রাসেল ডোমিঙ্গো বলেন, ‘আমরা টি-টোয়েন্টি সিরিজটা জিততে চেয়েছিলাম; কিন্তু পারলাম না। আমরা যেভাবে শেষ করলাম, তা খুবই হতাশার।’ দ্বিতীয় টি-টোয়েন্টির পারফরমেন্সকে খুবই হতাশার বলে মন্তব্য করে ডোমিঙ্গো বলেন, ‘আজকের ম্যাচে তিন ক্যাচ হাতছাড়া করার বিষয়টিও তাকে খুব কষ্ট দিয়েছে। ফিল্ডারদের হাত থেকে তিন-তিনটি ক্যাচ ফস্কে বেরিয়ে যাওয়ায় হতাশ ডোমিঙ্গো বলেন, ‘আমরা শেষ ৫ খেলায় ৮ ক্যাচ ফেলেছি।’ তিনটি সম্ভাব্য কারণ খুঁজে বের করেছেন ডোমিঙ্গো, তার ধারণা হয়তো মনসংযোগ ধরে রাখতে না পারা। না হয় আস্থা ও আত্মবিশ্বাসে ঘাটতি, আর না হয় চাপের মুখে খেই হারিয়ে ফেলা।

পূর্ববর্তী নিবন্ধওয়ার্নকে স্মরণ করা হলো মাঠে মাঠে
পরবর্তী নিবন্ধরশিদাবাদ শাপলাকুড়ি আসরের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন