সালমানের আঁকা ছবি দেখতে পারবেন ভক্তরা

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

অভিনয়ের পাশাপাশি সালমান খান যে দারুণ আঁকতে পারেন সেকথা সবার জানা। সালমানের আঁকা ছবি নিয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে একক চিত্র প্রদর্শনীর। বেঙ্গালুরুর জি গ্যালারিতে ১১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। সালমানের এই একক শো-টির নাম দেওয়া হয়েছে ‘মাদারহুড: মাদার তেরেসার প্রতি একটি শৈল্পিক শ্রদ্ধার্ঘ্য’। প্রদর্শনীতে মোট তিনটি ছবি থাকবে। এর মধ্যে দুটি বড় ছবি সালমান সমপ্রতি এঁকেছেন।
শুক্রবার থেকেই অবশ্য অনলাইনে গুগল আর্টস অ্যান্ড কালচারে দর্শকরা দুটি ছবি দেখতে পারবেন। তার মাঝে একটির নাম ‘বেগিং ফর পিস’ এবং আরেকটি ‘স্টিল ইন হোপ অব কমপ্যাশন। প্রদর্শনী প্রসঙ্গে সালমান বলেন, আমি আমার সিনেমার মাধ্যমে গল্প বলতে চাই। গানের মাধ্যমে বলতে চাই। সংলাপের মাধ্যমে বলতে চাই। মাঝে মাঝে, রঙতুলিতে খালি ক্যানভাস রাঙিয়েও নিজেকে প্রকাশ করতে চাই।

পূর্ববর্তী নিবন্ধশেষ হল যশ-নুসরাতের টলিউড মিশন
পরবর্তী নিবন্ধকুস্তি খেলে ফিরলেন তারা