পটিয়ার জিরি ইউনিয়নে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ ও সুধী সমাবেশে সাবেক চেয়ারম্যান আবুল কালাম ভোলার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। এ নিয়ে সমাবেশে হট্টগোল হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য দিতে উঠে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ সাবেক চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, তিনি অতীতে দায়িত্ব থাকাকালীন এলাকার কোনো উন্নয়ন করেননি। দায়িত্ব বুঝিয়ে দেয়ার আগের দিন পরিষদের একটি চেয়ার গাড়িতে উঠিয়ে নিয়ে গেছেন।
এ সময় কয়েকশ মানুষ হাততালি দেয়। সমাবেশে হট্টগোল দেখা দিলে নেতৃবৃন্দ সবাইকে শান্ত হতে অনুরোধ জানান। এ সময় সাবেক চেয়ারম্যান ভোলাকে নীরব থাকতে দেখা যায়। সভাস্থলে বেশ কয়েকজন পুলিশের উপস্থিতিও দেখা যায়।
দেবব্রত দাশ বলেন, জিরি ইউনিয়ন পরিষদে যে অনিয়ম, দুর্নীতি ও জনগণকে হয়রানি করা হয়েছে তার জন্য জনগণ উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগ দেবেন। অভিযোগ তদন্ত করার জন্য তিনি ইউএনওকে অনুরোধ জানান।
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে জিরি ইউনিয়নকে একটি মডেল ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিমুল হক, আওয়ামী লীগ নেতা শাহজাহান বাহাদুর, রবিউল আলী, এনায়েত মোস্তফা রুমেল, এম এ হাকিম, খোকন দাশ, দীপক কুমার নাথ, সিরাজুল ইসলাম তালুকদার, নুরুল আজিম, ইদ্রিস ইমু, মনজুরুল আলম, দোস্ত মোহাম্মদ, নুরুল আজিম হিরু ও ফেরদৌস।
উপস্থিত ছিলেন শওকত হোসেন, মনোয়ারা বেগম, নুর আয়েশা, নিলু আকতার, জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম বাদশা, মো. কামাল উদ্দিন, লুতফর রহমান, মো. নাছির উদ্দিন চৌধুরী, মো. হাসেম চৌধুরী, আবদুল হাকিম চৌধুরী, মো. নাছির উদ্দিন, জেবল হোসেন প্রমুখ।