পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আশরাফের ইন্তেকাল

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মামুনুর রশিদ চৌধুরী আশরাফ (৬৭) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি পরৈকোড়া ইউনিয়নের মরহুম খায়ের আহমদ চৌধুরীর ৫ম পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ রবিবার জোহরের নামাজের পর নগরীর কাতালগঞ্জ ও আসরের নামাজের পর নিজ বাড়ি পরৈকোড়ায় দুই দফা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুতে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে প্রয়াত সদস্যদের স্মরণে সভা
পরবর্তী নিবন্ধযুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ