গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর

| রবিবার , ৬ মার্চ, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, গভীর নিম্নচাপটির কারণে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। খবর বিডিনিউজের। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, কঙবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত সাবধানতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলেমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পূর্ববর্তী নিবন্ধ২৮ নাবিক এখন রোমানিয়ায়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্রলীগের অবরোধ