রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতার ওপর হামলায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৯:২৪ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় বাড়ি ফেরার পথে এক যুবলীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম বদিউল আলম (৪৫)।

তিনি উপজেলার লালানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পেকুয়ারকুল এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।

আজ শনিবার (৫ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ মার্চ দিবাগত রাত সাড়ে ১০টার দিকে লালানগর ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মো. তৌহিদুল ইসলামের (২৮) ওপর হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবি চরণ চৌহান বলেন, “হামলার ঘটনায় তদন্ত করে মামলার প্রধান আসামিকে আজ শনিবার ভোররাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।”

পূর্ববর্তী নিবন্ধদাম কিছুটা বেড়েছে কিন্তু অনেক বেশি বেড়েছে মানুষের মাথাপিছু আয়
পরবর্তী নিবন্ধপেকুয়ায় বনভূমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা