ভূজপুরে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ধ্বংস

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ভূজপুরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ হাজার ঘনফুট বালি জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ড্রেজার মেশিনটি ধ্বংস করে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আলমগীর এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বাগান বাজার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের করিম মাস্টারের বাড়ি সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করছিল একটি সঙ্গবদ্ধচক্র। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এ সময় জড়িত কাউকে পাওয়া না গেলেও ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেয়া হয় এবং বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আলমগীর বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার চক্রের বিরুদ্ধে রাত দিন অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘সব ধর্মের মানুষের জন্য হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে হবে’
পরবর্তী নিবন্ধমাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন