নিরাপদ ট্রেন ভ্রমণ এবং যাত্রী সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রতিটি ট্রেনের ছাদে ও ইঞ্জিন রুম থেকে অবৈধ ভ্রমণ ও হকার রোধে রেলওয়ে পুলিশ হার্ড লাইনে অবস্থান নিয়েছে। নিরাপদ স্বাচ্ছন্দ্যময় ভ্রমণে নিয়মিত অভিযান শুরু করেছে। রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় গতকাল রেলওয়ে পুলিশ চট্টগ্রাম-ঢাকা রুটের চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে ট্রেনের ছাদে ও ইঞ্জিন রুমে অবৈধ ভাবে ভ্রমণের দায়ে ১৩ জনকে আটক করা হয়েছে।
এই ব্যাপারে রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী জানান, এখন থেকে কোনো ট্রেনের ছাদে বা ইঞ্জিন রুমে অবৈধভাবে কেউ ভ্রমণ করতে পারবে না। কোনো ট্রেনে হকার উঠতে পারবে না। এ জন্য আমাদের নিয়মিত অভিযান চলবে।
চট্টগ্রাম হতে ঢাকা অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির ফেনীর ইনচার্জ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে ফেনীর রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদে-ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ঝুঁকিপূর্ণভাবে ভ্রমণ এবং অবৈধভাবে হকার ওঠার অপরাধে মো. শাহজালাল (১৮) পিতা-দেলোয়ার হোসেন, মতুরাপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা, শামিম মিয়া (২৫), মোঃ দেলোয়ার, বাটরা, থানা-হাজিগঞ্জ, জেলা চাঁদপুর, বাবলু মিয়া (১৯) পিতা ফারুক মিয়া, এনায়েত বাজার, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম, মো. জিসান (১৮) পিতা আলা উদ্দিন-লালখান বাজার, খুলশী, রাব্বি (২১) পিতা মোঃ খোকন সাং জাফরাবাদ থানা ও জেলা চাঁদপুর, রবিউল হক(১৯) পিতা মোঃ ইউসুফ, হাসানপুর, থানা-নাঙলকোর্ট, কুমিল্লা, ফরহাদ (১৮) পিতা আবুল কালাম, হাসানপুর, নাঙলকোর্ট, কুমিল্লা, মো. মমিনুল (১৮) পিতা আঃ করিম-সহদেবপুর, ফেনী সদর থানা, ইসলাম (২৫) পিতা সাহাবুদ্দিন স্টেশন রোড, ফেনী সদর থানা, খোকন মিয়া (৫০) পিতা আলী আহমদ, রেল কলোনি, ফেনী সদর ও মোঃ সুজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন সিরাজীর নেতৃত্বে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মোঃ আমির হোসেন (৫৫) পিতা-আবু মিয়া, দেবিদ্বার, কুমিল্লা এবং খোরশেদ আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।












