পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে ৩০ জন মুসল্লি নিহত এবং আরও বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানায়, পেশোয়ারের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হলে বিস্ফোরণটি ঘটে।
পুলিশ কর্মকর্তা মো. সাজ্জাদ খান বলেন, আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা বিস্ফোরণের ধরন তদন্ত করে দেখছি এবং এটি আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি।