চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় স্থাপিত অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে নতুন হাসপাতাল ভবনে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহবুবুল আলম। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের ইজাজ বিজয় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন নিওনেটলজী বিভাগের প্রধান প্রফেসর ওয়াজির আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, সদস্য মো. আলমগীর পারভেজ। প্রধান অতিথি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পর এই হাসপাতাল চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় সবচেয়ে বেশি অবদান রাখছে। আমি আশা করি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল দেশের অন্যতম সেরা হাসপাতাল হিসেবে রূপ লাভ করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এই অঞ্চলে মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই হাসপাতালের সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, কান্ট্রি হেড বিটুপি দাশ চৌধুরী, এক্সিকিউটিভ ডাইরেক্টর শামিম ইকবাল, আরমান আহমেদ শাহসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. মো. জাবেদ আবছার চৌধুরী, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহসান উল্লাহ, ডা. ফজল করিম বাবুল, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রকৌশলী অনুরুপ চৌধুরী, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিমসহ বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।