নিউজ পেপার এমপ্লয়িজ সোসাইটির বার্ষিক সভা

সভাপতি জসীম, সম্পাদক নজরুল

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৮ পূর্বাহ্ণ

জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে কর্মরত এমপ্লয়িজদের নিয়ে গঠিত সংগঠন নিউজ পেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন গত শনিবার নিউজের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউজের সভাপতি নুরুল হুদা। বক্তব্য রাখেন নিউজের উপদেষ্টা সুজিত কুমার দাশ, আবদুল শুক্কুর, আবদুল হাই, সাধারণ সম্পাদক আলমগীর হায়দার, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি আনোয়ার সাদাত মুরাদ, জসীম উদ্দীন, তাপস কুমার নন্দী, আখতার কামাল, মনজুর মোর্শেদ, মোতাহার হোসেন, আরিফ সাইফুল্লাহ প্রমুখ।
পরবর্তীতে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা সুজিত কুমার দাশ, আবদুল শুক্কুর, আবদুল হাই। নির্বাচনে সহায়তা করেন তাপস কুমার নন্দী ও মো. ফোরকান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জসীম উদ্দীন (দৈনিক আজাদী), সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মোতাহার হোসেন নির্বাচিত হন। পরবর্তীতে নির্বাচিত কমকর্তারা সদস্যদের মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি আনোয়ার সাদাত মুরাদ, আলমগীর হায়দার, মনজুর মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফাউল হক রিয়াজ, সাংগঠনিক সম্পাদক বাবু রাজীব নন্দী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আরিফ মো. সাইফুল্লাহ, প্রকাশনা সম্পাদক আখতার কামাল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, নির্বাহী সদস্যরা হলেন নুরুল হুদা, সুবীর পালিত, মো. জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধভাবে মাটি কাটায় ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালে অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের উদ্বোধন