দক্ষিণ মধ্যম হালিশহর বাকের আলী ফকিরের টেক দোকান মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার মো. নিযাম উদ্দিনের সভাপতিত্বে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. জাহিদুল হাসান, মো. আবদুল হালিম, মো. আলী, মো. পারভেজ, নজরুল ইসলাম বাবুল, মো. মোফাজ্জল হায়দার প্রমুখ। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মার্চ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত (দুপুর ১২টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি) নির্বাচিত কেন্দ্র সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে। ৪ মার্চ সমিতির নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ ও পরদিন ৫ মার্চ এর উপর আপত্তি গ্রহণ করা হবে। ৬ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন পত্র বিতরণ ৭ ও ৮ মার্চ, মনোনয়ন পত্র জমা ৯ মার্চ, মনোনয়ন পত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১০ মার্চ, প্রত্যাহার ১১ মার্চ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১২ মার্চ। প্রতীক বরাদ্দ ১৩ মার্চ। প্রেস বিজ্ঞপ্তি।