দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে এলাকার মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে গরিবের চিকিৎসক খ্যাত ডা. মধু সুদন শীল (৭৭ ) আর নেই। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শীল পাড়ার নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তিনি দৈনিক আজাদীর কমার্শিয়াল অফিসার পরেশ চন্দ্র শীলের পিতা এবং দৈনিক আজাদীর বিজ্ঞাপন ম্যানেজার ম্যাক্সিম গোর্কি শীল টিপুর শ্বশুর। তিনি স্ত্রী,৪পুত্র,২ কন্যা,পুত্র বধূ -নাতি -নাতনি সহ অসখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ইউনিয়নের চেয়ারম্যান শামশুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান হুমায়ুন করির চৌধুরী আনচার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দীন আমজাদী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, আনোয়ারা প্রেস ক্লাব সভাপতি এম.নুরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।