বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে এবং চিটাগাং ক্লাব লিমিটেড এর ব্যবস্থাপনায় আয়োজিত বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৮ বয়েজ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ গতকাল বিকেলে চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন চিটাগাং ক্লাব লিমিটেড এর চেয়ারম্যান নাদের খান। এসময় তিনি সংক্ষিপ্ত ভাষণে বলেন, আমাদের শারীরিক, মানসিক, ও সুস্বাস্থের বিকাশে খেলাধুলার কোন বিকল্প নাই। জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টটি চিটাগাং ক্লাব বাস্কেটবল কোট ভেন্যু হিসেবে নির্বাচন করায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাঈনুল আহসান মঞ্জু, ফেডারেশনের সেক্রেটারি এ কে সরকার এবং চিটাগাং কা্লব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। ফেডারেশনের সদস্য ইমতিয়াজ হবীব (রনি)‘র পরিচালনায় এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান ও সিসিএল বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিস্িএল কমিটি মেম্বার ডাঃ ফাহিম হাসান রেজা, মাহবুবুল কবির খান শান্তুনু সহ সিসিএল কমিটি মেম্বারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই চ্যাম্পিয়নশীপে ঢাকা, গাজীপুর, চাঁদপুর, দিনাজপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, নরসিংদি, যশোর, কুমিল্লা, এবং বিকেএসপি সহ ১১টি দল অংশ নিচ্ছে। গতকাল টুর্নামেন্টের প্রথম দিনে ৫ টি খেলা নিষ্পত্তি হয়েছে । দিনের প্রথম খেলায় রাজশাহী ৩৬-২৮ পয়েন্টে ঢাকাকে, দ্বিতীয় খেলায় গাজীপুর যশোর দলের কাছ থেকে ওয়াকওভার লাভ করে। ৩য় খেলায় বিকেএসপি ৪২-০৮ পয়েন্টে দিনাজপুরকে, ৪র্থ খেলায় চট্টগ্রাম ২১-০৯ পয়েন্টে নরসিংদিকে এবং ৫ম খেলায় ঢাকা ৩৭-২২ পয়েন্টে যশোরকে পরাজিত করে।