বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্বে নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন বিরক্তি প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি পদত্যাগ করারও চিন্তা করেছিলেন বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার অপু বিশ্বাস ও জয় চৌধুরী অভিনীত ‘ট্র্যাপ’ সিনেমার শুটিংয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা বলেন ইলিয়াস কাঞ্চন। খবর বাংলানিউজের।
অভিনেতা বলেন, আমি চলচ্চিত্রের মানুষ। আমি নিজে থাকি বা না থাকি, আপনারা এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করুন। সকলের প্রতি আমার এই অনুরোধ। সাধারণ সম্পাদক পদ প্রসঙ্গ এলে তিনি বলেন, আমি বিরক্ত। গত বুধবার আমার মনে হয়েছিল, কেন আসলাম এখানে! পদত্যাগ করার মতো চিন্তা করছিলাম।