রেলের তেল চুরিসহ অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

খালাসি বরখাস্ত, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরে রেলওয়ের সিজিপিওয়াই (চট্টগ্রাম পোর্ট ইয়ার্ড) লোকোশেডে বিভিন্ন সময়ে হওয়া তেল চুরি, দুর্নীতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। বিভিন্ন সময় প্রাপ্ত অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষকে সুপারিশ করলে তাৎক্ষণিক খালাসি জিয়াউল হককে বরখাস্ত এবং ইনচার্জ শফিকুল ইসলাম ও বেলাল হোসেন নামের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
দুদক চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ের নিরাপত্তা বাহিনী এবং সিজিপিওয়াই চৌকি চট্টগ্রামের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী একই কর্মস্থলে দীর্ঘদিন পোস্টিংয়ে থেকে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম করার বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। এরই ধারাবাহিকতায় আমরা অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পাই। বিষয়টি অবগত হয়ে চট্টগ্রাম রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও বিভাগীয় কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান তাৎক্ষণিক একজনকে বরখাস্ত ও দুজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি বলেন, বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় চট্টগ্রাম রেলওয়ের চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম জড়িতদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে আমাদের এনফোর্সমেন্ট টিমকে জানিয়েছেন।
দুদক কর্মকর্তা এনামুল বলেন, লোকোশেডে স্টকে থাকলেও অনেক সময় কম দেখিয়ে, আবার অনেক সময় একেবারে স্টক খালি দেখিয়ে চাহিদা অনুযায়ী তেল নিত নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা। ২০২১ সালের মে মাসেও এমন ঘটনা ঘটেছিল। তখন ২০২৪ লিটার তেল মজুদ থাকলেও চাহিদার কথা বলা হয়। এ বিষয়ে দুদক চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক আবু সাঈদ আজাদীকে বলেন, এ বিষয়ে মামলার অনুমতি চাওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধশপথ নেয়ার পর জানতে পারলেন গেজেট স্থগিত!
পরবর্তী নিবন্ধহাদিসুরের জন্য রাশিয়ার শোক প্রকাশ