পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন লাইনম্যানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার নাম মো. আসিফ লিটন (২৯)। তার পিতার নাম আবদুল মালেক। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলায়। তিনি কাপ্তাই এলাকায় বসবাস করছেন।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৌবাহিনী এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে কাজ করছিলেন লাইনম্যান আসিফ লিটন। এসময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। আসিফকে দ্রুত উদ্ধার করে তাৎক্ষণিক কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়।
এসময় আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ওমর ফারুক রনি তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আনার পূবেই আসিফের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান ঘটনার তদন্ত চলছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (আরই) মো. আশিক জানান, যে এলাকায় বিদ্যুতের কাজ করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু হয়েছে সেখানে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের বিদ্যুতের সঞ্চালন হলেও মৃত লাইনম্যান বিদ্যুৎ সরবরাহ অফিসের কেউ নন।
ঐ এলাকায় বিদ্যুতের কাজ করার সময় কেউ কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ অফিসে অবহিতও করেনি। কে, কীভাবে ঐ এলাকায় বিদ্যুতের কাজ করছিল এ ব্যাপারে তাদের কিছুই জানা ছিল না।
লাইনম্যান আসিফ লিটন একজন ঠিকাদারের অধীনে বিদ্যুতের কাজ করছিলেন বলে তিনি জানতে পেরেছেন বলে এই প্রতিনিধিকে জানান।