চন্দনাইশে ফসলি জমির মাটি কাটার দায়ে স্কেভেটর জব্দ, জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ৭:০৫ অপরাহ্ণ

চন্দনাইশে ফসলি জমির মাটি কেটে পাচার করার দায়ে ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি স্কেভেটর জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তির নাম মো. সাইফুদ্দিন। গতকাল বুধবার রাতে উপজেলার দোহাজারী পৌরসভাধীন জামিজুরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জানা যায়, ফসলি জমির উপরিভাগের মাটি কেটে পাচার করার সংবাদ গোপন সুত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে বুধবার রাত ১০টার দিকে জামিজুরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমির মাটি কাটার দায়ে সাইফ উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে মাটি কাটায় নিয়োজিত একটি স্কেভেটরও জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী জানান, উপজেলার বিভিন্ন স্থান থেকে কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী, পাম্প, ড্রেজিং বা অন্য কোনও মাধ্যমে ভূ-গর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। আইনের ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্য থেকেও বালু বা মাটি উত্তোলন নিষিদ্ধ।”

তিনি আরও বলেন, “অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ার ফলে সাধারণ মানুষের ফসলি জমি নষ্ট হয়ে হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফসলি জমির মাটি কেটে নেয়ার অভিযোগ পেয়ে গত বুধবার রাত ১০টায় জামিজুরী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ফসলি জমির মাটি কাটার দায়ে সাইফুদ্দিন নামে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটার কাজে নিয়োজিত একটি স্কেভেটর জব্দ করা হয়।”

কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস সিলিন্ডার ভর্তি ৫টি কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধ১৮ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত