‘চাই না’ শিরোনামে রাইসুলের তৃতীয় একক গান

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১১:১৪ পূর্বাহ্ণ

চলতি সময়ের তরুণ কণ্ঠশিল্পী রাইসুল ইসলাম তার অসাধারণ গায়কীতে নিয়মিত মুগ্ধ করছেন শ্রোতা দর্শকদের। তারই ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য নতুন একটি গান নিয়ে এলেন জনপ্রিয় এ গায়ক। গানের শিরোনাম ‘চাই না’।
সাকী আহমেদের কথায়, জনপ্রিয় গায়ক-গীতিকার, সুরকার আহমেদ রাজীবের সুর ও সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন রাইসুল। সমপ্রতি গানটির মিউজিক ভিডিও অবমুক্ত হয়েছে শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের মিউজিক ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে রাইসুল ইসলাম বলেন, এটি সহজ কথার একটি স্যাড রোমান্টিক গান। প্রেমিক হৃদয়ের বেদনা ও আকুতি ফুটে উঠেছে এই গানে। তবে এর কথা, সুর ও মিউজিকে রয়েছে ভিন্নতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুটি বাঁধলেন ইমরান-সৌমী
পরবর্তী নিবন্ধসিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে আসছে ‘দ্য ব্যাটম্যান’