জাতীয় অথর্নৈতিক পরিষদ (এনইসি) গতকাল বুধবার চলতি ২০২২ অর্থ-বছরের জন্য ২ লাখ ৭ হাজার ৫৫০ কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে। এতে পরিবহন ও যোগাযোগ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া অব্যাহত রয়েছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ৬,১৬২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। পরিকল্পণামন্ত্রী এম এম মান্নান বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। খবর বাসসের।
নতুন আরএডিপিতে সবোর্চ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয় এবং বিভাগ হচ্ছে স্থানীয় সরকার বিভাগ ৩৪,৩৫০.২৮ কোটি টাকা, সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগ ২৮,২৯২.২৮ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগ ২২,.৯১ কোটি টাকা, বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় ১৫,৮৯৪.১৫ কোটি টাকা, রেল মন্ত্রণালয় ১২,৫৭৫.৯০ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগ ৯,৯৮৫.৪২ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৯,২০৭.৩৪ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৮,২৫৯.৭৩ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রনালয় ৭,৩৮৭.৩৬ কোটি টাকা, সেতু বিভাগ ৫,৭২৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। মেগা প্রকল্পগুলোর মধ্যে রূপপুর পারমাণবিক প্লান্ট প্রকল্প পেয়েছে ১৪,৮৩৬.৩৯ কোটি টাকা, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ৬,১৬২ কোটি টাকা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) ৬,১৩৮.০৩ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (প্রথম সংশোধিত) ৬,১৩৭.৩৪ কোটি টাকা, ঢাকা ম্যাচ ট্রানজিট ডেপোলপমেন্ট প্রকল্প (এমআরটি-৬) ৪,২৩৩ কোটি টাকা, হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণ (প্রথম ধাপ ও প্রথম সংশোধিত) ৩,৪৭২.৬০ কোটি টাকা, পদ্মা বহুমুখি সেতু নির্মাণ প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) ২,৪৯৯.৯৯ কোটি টাকা, এসএএসইসি সড়ক সংযোগ প্রকল্প-টু : ইলেঙ্গা-হাতিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) ২,৩৪৪.৭২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মান প্রকল্প ২,১৭৭.৩৫ কোটি টাকা এবং ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি ট্রান্সফার প্রকল্প: ঢাকা (কাঞ্চনপুর)-সিলেট-তমাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরন এবং উভয় পাশে পৃথক সাভির্স লেন নিমার্ন প্রকল্প ২,১৫০ কোটি টাকা বরাদ্দ পয়েছে।
এনইসি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবগণ রাজধানীর শের-এ-বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষ ও বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে বৈঠকে যোগ দেন। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা কমিশন সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ ব্রিফিংকালে উপস্থিত ছিলেন।