আসলাম চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত

| বৃহস্পতিবার , ৩ মার্চ, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ স্থগিত করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসি আবদুল মজিদের আদালত এ আদেশ দেন। এর আগে গত ৬ জানুয়ারি একই আদালত চার জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। খবর বাংলানিউজের। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা ও ছোট ভাই প্রতিষ্ঠানের এমডি আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১। তৎকালীন দুদকের উপ পরিচালক মানিক লাল বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় আসলাম চৌধুরী ও তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে বুধবার সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। কিন্তু চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দায়ের করায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৫ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত। তিনি বলেন, আদালতে আসলাম চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। আমজাদ হোসেন চৌধুরীর জামিন আবেদন করা হলে আদালত আগামী ২১ মার্চ শুনানির জন্য দিন ধার্য করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘ঠিক সময়ের চিকিৎসায় সারানো যায় শিশুর জন্মগত ত্রুটি’
পরবর্তী নিবন্ধপ্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে ২০ মার্চ