দামেস্কে শপিং মলে আগুন নিহত ১১

| বুধবার , ২ মার্চ, ২০২২ at ১১:২৫ পূর্বাহ্ণ

সিরিয়ার রাজধানী দামেস্কে এক শপিং মলে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার লা মিরাদা মলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে। খবর বিডিনিউজের।
দামেস্কের এই মলে অগ্নিকাণ্ডে প্রথমে ৫ জনের মৃত্যু ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধারের খবর নিশ্চিত করেছিল বিভিন্ন গণমাধ্যম।
সরকারপন্থি সংবাদমাধ্যম আল-ওয়াতানে প্রকাশিত ছবিতে দামেস্কের আল হামরা জেলার ওই শপিং মলের বাইরে দমকল বাহিনীর বড় বড় ট্রাক দেখা যায়। একটি ছবিতে শপিং মলের পুড়ে যাওয়া প্রতি তলার জানালাগুলো দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৯.১৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুদ্ধের মাঝে শেষ গাড়ির তেল!