সিলেটে প্রিমিয়ার লিগের খেলায় দুই আবাহনীর লড়াইয়ে চট্টগ্রামের জয় হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে দুই আবাহনীর দুর্দান্ত লড়াই শেষে হাসে চট্টগ্রাম আবাহনী। চট্টগ্রাম আবাহনী ৩-২ গোলে হারায় ঢাকা আবাহনীকে। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। ঢাকা আবাহনী ১৬ মিনিটের মধ্যে লিড নিয়েছিল কলিন্দ্রেসের গোলে। নাইজেরিয়ান পিটার থ্যাঙ্কগড ২০ মিনিটে গোল করে ম্যাচে ফেরান চট্টগ্রাম আবাহনীকে। বিরতিতে যাওয়ার আগেই এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৩৭ মিনিটে দক্ষিণ আফ্রিকার ফরোয়ার্ড উইলিয়ান টিওয়ালা গোল করলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ঢাকা আবাহনী যখন ম্যাচে ফিরতে মরিয়া, তখন ব্যবধান ৩-১ এ বাড়িয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। ৬৪ মিনিটে ওমিদের গোলটিতে ম্যাচ থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী। ৮৯ মিনিটে ব্রাজিলিয়ান রাফায়েলের গোলটি আবাহনীর হারের ব্যবধান কামিয়েছে মাত্র। তৃতীয় জয়ে চট্টগ্রাম আবাহনী ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে।