বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২১-২২ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০২১-২২ চলতি মার্চ মাসের ৩য় সপ্তাহে শুরু হবে। উক্ত প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক চট্টগ্রামের স্কুলসমূহকে বিসিবি হতে প্রেরিত প্রাথমিক নিবন্ধন ফরম সিজেকেএস কার্যালয় হতে সংগ্রহ করতে হবে। সেই ফরম পূরণ পূর্বক ক্রীড়া শিক্ষকের নাম, মোবাইল নম্বরসহ স্ব স্ব স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষরে লিখিতভাবে অংশগ্রহণের সম্মতি আগামী ৭ মার্চ রাত-৮ টার মধ্যে সিজেকেএস কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।