সাতকানিয়ার কেরানিহাটের আশ-শেফা হাসপাতালের চিকিৎসক, এডমিনিস্ট্রেটর, নার্স ও ল্যাব টেকনলজিস্টদের সাথে ‘ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন : প্রেসক্রিপশান টু ইন্টারপ্রিটেশন’ বিষয়ক সেমিনারের আয়োজন করে এপিক হেলথ কেয়ার। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন এপিক হেলথ কেয়ারের ডিজিএম ও ল্যাব ডাইরেক্টর ডা. সাইফুদ্দিন মো. খালেদ। আশ-শেফার মেডিকেল ডাইরেক্টর ডা. খোরশেদ আনোয়ার বলেন, ল্যাবে কোয়ালিটি বাড়াতে এপিকের এই ধরণের পদক্ষেপ প্রশংসনীয়, আশ-শেফা ভবিষ্যৎ এ রোগীদের সেবার মান বৃদ্ধিতে এই ধরনের পদক্ষেপে সহযোগি থাকবে। এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস এন্ড মার্কেটিং) টি এম হান্নান বলেন, রিপোর্টের কোয়ালিটি বাড়াতে নিয়মিত প্রচেষ্টা ও আন্তরিক ইচ্ছা লাগে, আমরা চেষ্টা করছি আর আপনারা পাশে থাকবেন।
আশ-শেফার মেডিকেল ডাইরেক্টর ডা. খোরশেদ আনোয়ার বলেন, এপিকের এই ধরণের পদক্ষেপ প্রশংসনীয়, আমরা ভবিষ্যতে রোগীর সেবার মান বৃদ্ধিতে এই ধরনের পদক্ষেপে সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আশ-শেফার ডা. নুরুল হক, ম্যানেজিং ডাইরেক্টর, মোহাম্মদ আবু মোরশেদ, ডাইরেক্টর এডমিন, আবু হাশেম, ল্যাব ডাইরেক্টর ও এপিকের সুমন রঞ্জন ভৌমিক, এজিএম (মার্কেটিং এন্ড সেলস), রিয়ন শীল, সিনিয়র অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।