র্যাব-১৫ এর আভিযানিক দল মহেশখালীর সোনাদিয়া দ্বীপে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। র্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার সোনাদিয়ার পূর্ব পাড়াস্থ ফায়ার ক্যাম্প রিসোর্টের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে, সোনাদিয়া পূর্ব পাড়ার মৃত হুমায়ুন কবিরের পুত্র ইমাম উদ্দিন (৩৭) ও ঈদগাঁও থানার জালালাবাদ ইউনিয়নের মোহন ভিলা গ্রামের বখতিয়ার আহমদের পুত্র আরাফাত হোসাইন (২২)। এ সময় তাদের শরীর ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে কঙবাজার ও দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।